২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে নেতৃত্বে আছেন লিওনেল মেসি। ৩১ জনের দলে রয়েছে বেশ কিছু চমক। এই স্কোয়াডে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজ ও দিবালার।
অনুমিতভাবে দলে আছেন লিওনেল মেসি। অভিজ্ঞদের পাশাপাশি লিওনেল স্কালোনি দলে রেখেছেন ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, আলান ভারেলার মতো তরুণদের। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হোসে মানুয়েল লোপেস। পোর্তোতে খেলা ২৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ভারেলা জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন।
আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচ খেলেছে গত জুনে। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এনসো ফের্নান্দেস। স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে রাখা হয়নি চেলসি মিডফিল্ডারকে।
স্কালোনির দলে এবারও জায়গা হয়নি পাওলো দিবালার। এছাড়া ম্যান ইউনাইটেড তারকা আলেহান্দ্রো গারনাচোকেও দলে রাখেননি স্কালোনি।
হাঁটুর চোটে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন ভালেন্তিন কারবোনি। গত ক্লাব বিশ্বকাপে মাঠে ফেরেন ২০ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। এবার ডাক পেয়েছেন জাতীয় দলেও। কারবোনির মতো লম্বা সময় পর জাতীয় দলে ফিরছেন ডিফেন্ডার মার্কোস আকুনিয়া।
উল্লেখ্য, কনমেবল অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে স্কালোনির দল। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ইকুয়েডরের সমান ২৫। এই অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, ওয়ালতার বেনিতেস, হেরোনিমো রুইয়ি।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: আলেক্সিস মাকআলিস্তার, এজেকিয়েল পালাসিওস, আলান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকো পাস, রদ্রিগো দে পল, জিওভান্নি লো সেলসো ও ভালেন্তিন কারবোনি।
ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জিউলিয়ানো সিমেওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেস, নিকোলাস গনসালেস, লিওনেল মেসি, লওতারো মার্তিনেস ও হোসে মানুয়েল লোপেস।