• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ২১ সফর ১৪৪৬

রোনালদো-জর্জিনার বিয়ে, বিচ্ছেদ হলে কত টাকা পাবেন জর্জিনা, তা-ও ফায়সালা হলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৩:৪৪ পিএম
রোনালদো-জর্জিনার বিয়ে, বিচ্ছেদ হলে কত টাকা পাবেন জর্জিনা, তা-ও ফায়সালা হলো
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এরই মধ্যে বাগদান সম্পন্ন করেছেন তারা। ডায়মন্ডের দামি আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এই প্রস্তাবে সাড়া দেন আর্জেন্টাইন মডেল জর্জিনাও। 

তবে বিয়ের পিঁড়িতে বসার আগেই রোনালদো-জর্জিনার বিচ্ছেদবিষয়ক একটি শর্ত সামনে এসেছে। তার প্রায় ১০ বছর একসঙ্গে থাকছেন। তাদের সংসারে আছে পাঁচ সন্তান। যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে। জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভে ধারণ করেন, তখনই বিচ্ছেদবিষয়ক শর্তে দুজন স্বাক্ষর করেছিলেন।

পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এই খবর ফাঁস করেছে। তারা জানিয়েছে, রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তবে বিচ্ছেদ হয়ে গেলে জর্জিনা যত দিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর কাছ থেকে অর্থ পাবেন। শর্ত অনুযায়ী টাকার অঙ্কে যা প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা। 

Cristiano Ronaldo-Georgina Rodriguez: রোনাল্ডো-জর্জিনার সম্পর্কে চিড়! -  Bengali News | As per report Cristiano Ronaldo and Georgina Rodriguez  relationship in crisis | TV9 Bangla News

রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর থেকে এই শর্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া। এর বাইরে মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাসবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে, সে জন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দুজন।

এ ছাড়া জর্জিনা সিআরসেভেনের মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদমাধ্যমের তথ্য মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা। ফলে রোনালদোকে বিয়ের ফলে ভবিষ্যৎ বিচারে আর্থিক দিক থেকে জর্জিনা যে বেশ লাভবান হচ্ছেন তা বলা বাহুল্য।

Link copied!