নারীদেরকে আপত্তিকর ছবি-চিঠি পাঠানোর অভিযোগে পুরুষ দাবাড়ু নিষিদ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০২:১৪ পিএম
নারীদেরকে আপত্তিকর ছবি-চিঠি পাঠানোর অভিযোগে পুরুষ দাবাড়ু নিষিদ্ধ
ছবি: প্রতীকী

নাবালিকা প্রতিপক্ষদের আপত্তিকর ছবি ও চিঠি পাঠানোর অভিযোগ উঠে এক পুরুষ দাবাড়ুর বিরুদ্ধে। ফলে তাকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করেছে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিডে)।

লাটভিয়ার ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) আন্দ্রেস স্ত্রেকোভসের বিরুদ্ধে বেশ কয়েক জন নারী দাবাড়ু অভিযোগ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই নাবালিকা। তাদের অভিযোগ, প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে আপত্তিকর চিঠি, পর্ন ছবি এমনকি, ব্যবহৃত কন্ডোমও পাঠাতেন স্ত্রেকোভস। তার ফলে অনেক দাবাড়ু মানসিক সমস্যায় পড়েছিলেন।

ঘটনার তদন্ত শুরু করে ফিডে। স্ত্রেকোভসের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়। ফলে প্রথমে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানেননি স্ত্রেকোভস। এমনকি, ফিডে-র সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন তিনি। ফলে তার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করেছে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ১২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্ত্রেকোভসকে। তার ইন্টারন্যাশনাল মাস্টারের তকমা কেড়ে নেওয়া হয়েছে।

ফিডে-র সভাপতি আরকাদি ভরকোভিচ জানিয়েছেন, কোনও রকমের দোষ বরদাস্ত করা হবে না। খেলোয়াড়দের সম্মান ও তাদের মানসিক স্বাস্থ্য ফিডে-র কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই কেউ যদি সেই নিয়ম ভাঙে তা হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ফিডে-র শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে তৎপর। স্ত্রেকোভসকে শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত তৈরি করতে চাইছে তারা।

Link copied!