• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

স্টার্লিংয়ের গোলে গ্রুপ সেরা ইংল্যান্ড 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৪৮ পিএম
স্টার্লিংয়ের গোলে গ্রুপ সেরা ইংল্যান্ড 

গতকাল মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড এবং চেক রিপাবলিক। রহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েছে ইংল্যান্ড। অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ রাউন্ডে গ্যারেথ সাউদ্গেটদের সঙ্গী হয়েছে ক্রোয়েশিয়া। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই দুর্দান্তভাবে এগিয়ে গিয়েছিলেন রহিম স্টার্লিং। চেক গোলরক্ষক টমাস ভাসিলিকের মাথার উপর দিয়ে বল উঠিয়ে গোলের দিকে ঠেলে দেন তিনি। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলোনা দুজনের, কারণ বল ক্রসবারের বাইরের দিকে লেগে বিপদসীমা ছাড়িয়েছে। তবে সেই দুর্ভাগ্যের আফসোস স্টার্লিং ঘুচিয়েছেন ১২তম মিনিটে। জ্যাক গ্রিলিশের পাসকে দারুণভাবে জালে জড়ালেন তিনি। ১-০ গোলে এগিয়ে থাকা ইংল্যান্ড ২৮তম মিনিটে টমাস হোলসের আক্রমণ ঠেকিয়ে দেয়। এরপর গোলরক্ষক জর্ডান পিকফোর্ড টমাস সুসেকের শটও ঠেকিয়ে দেন।

প্রথমার্ধের লড়াইয়ের রেশ দ্বিতীয়ার্ধে ছিল না বলা যায়। চেক রিপাবলিক গোল আদায় না করতে পারায় শেষ ১৬ রাউন্ডে ‘এফ’ গ্রুপের রানার্স আপের জন্য অপেক্ষা করবে ইংল্যান্ড।

Link copied!