• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

সেমিফাইনাল জিতে সন্তুষ্ট নন নিশাম!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৪:১৭ পিএম
সেমিফাইনাল জিতে সন্তুষ্ট নন নিশাম!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকেট পেয়েছে নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে চাপে পড়ার পরেও মাত্র ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেমস নিশাম।

জয়ের নায়ক নিশাম আউট হলেও ৭২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ড্যারেল মিচেল। হাই ভোল্টেজ ম্যাচে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটে ইংলিশদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কিউইরা।

তবে নিউজিল্যান্ডের ফাইনালে যাওয়ার উৎযাপন ছাপিয়ে গেছে জেমস নিশামের অভিব্যক্তি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, ইংলিশ বধের পর দলের সবাই উৎফুল্ল হয়ে উঠলেও গ্যালারিতে নিজের আসনেই বসে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসল ও নিশাম।

নিশামের টুইটার অ্যাকাউন্ট জিমি নিশামকে ট্যাগ দিয়ে সেই ছবি প্রকাশ করে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। আর জবাবে নিশাম বললেন, খেলা এখনও শেষ হয়নি। অর্থাৎ বিশ্বকাপ না জিতে বিজয় উদযাপনে আগ্রহী নন তিনি।

ম্যাচ শেষে ক্রিকইনফোর ছবির ক্যাপশন ছিল এমন, “জিমি নিশাম কিন্তু একটুও নড়েননি।” আর সেই টুইটে জিমি নিশামের রিপ্লাই ছিল - “কাজ শেষ হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে না।”

সেমিফাইনালের আগেও নিশামের আরেকটি টুইট ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর হতাশ হয়ে তিনি লিখেছিলেন, “বাচ্চারা খেলাধুলাকে পেশা হিসেবে নিও না। বেকারি কিংবা যেকোন পেশা বেছে নাও। অন্তত ৬০ বছর পর্যন্ত সুস্বাস্থ্যের সঙ্গে বাঁচতে পারবে।”

গতবারের বিশ্বকাপ বিসর্জনের ক্ষোভ যে এখনও কাটিয়ে উঠতে পারেননি এই অলরাউন্ডার - তাই যেন বোঝা যাচ্ছে বুধবারের টুইটে। এবার যেন বিশ্বকাপ জিততেই সংযুক্ত আরব আমিরাতে এসেছে কিউইরা।

Link copied!