বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা চলছে। এবারের আসরের ২৪তম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। টসে হেরে ব্যাটিং করতে নেমে সিলেটের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল।
সিলেটের বিপক্ষে ইনিংসের শুরুটা চমৎকার করে বরিশাল। দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল দু'জনই নামের পাশে যুক্ত করেন অর্ধশতক। মুনিম ২৮ বলে ৫১ রান করে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ তুলে দেন। দলীয় ৭২ রানে প্রথম উইকেটের পতন ঘটে। আর মাত্র ৫ রান যোগ হতেই নুরুল হাসান আউট হন।
এরপর অধিনায়ক সাকিব গেইলকে নিয়ে বেশ মারমুখী হয়ে খেলতে থাকেন। তবে সাকিব ১৯ বলে ৩৮ রানে আউট হন। দলীয় আরও ৩৫ রান যোগ হলে প্যাভিলিয়নে ফেরত যান তৌহিদ হৃদয় (১০)। বরিশালের দলীয় রান তখন ৪ উইকেটে ১৫৭। হৃদয়ের বিদায় হলে ডোয়াইন ব্রাভো আসেন ক্রিজে। তিনি গেইলকে সাথে নিয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। শেষ পর্যন্ত গেইল ৫২ রানে ও ব্রাভো ১৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ব্রাভো ছয় মেরে ইনিংসের শুভ সমাপ্তি করেন।
সিলেটের পক্ষে সোহাগ গাজি, একেএস স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম একটি করে উইকেট দখল করেন।