স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বৃষ্টির কারণে টস একটু দেরিতে হয়।
সিরিজ জয়ের লক্ষ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টিম টাইগার। এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলটির হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ পেসার নাথান এলিসের। এছাড়া একাদশে সুযোগ পেয়েছেন ব্যান ম্যাকডারমট ও ড্যান ক্রিশ্চিয়ান। এরআগে সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে ও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
একনজরে দুই দলের একাদশ-
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ব্যান ম্যাকডারমট, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।