• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

অধিনায়কত্ব হারাচ্ছেন জামাল ভূঁইয়া!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৪:৫৩ পিএম
অধিনায়কত্ব হারাচ্ছেন জামাল ভূঁইয়া!
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জাতীয় দলের বাইরে ঘরোয়া ফুটবলে খেলেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে। ক্লাবে প্রায় ৬ বছর ধরে খেলে আর্মব্যান্ডটি তার হাতেই ছিল। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ থেকে জামালের হাতে সেই আর্মব্যান্ড থাকছে না। অধিনায়কত্ব হারালেও দলের সঙ্গেই থাকছেন জামাল ভূঁইয়া!

বুধবার (১৩ এপ্রিল) সাইফ স্পোর্টিং ক্লাব কতৃপক্ষের এক সূত্র এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

সম্প্রতি সাইফ স্পোর্টিং ক্লাবের পরিচালনা পরিষদে ব্যাপক পরিবর্তন এসেছে। ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ সম্পাদক পদে রদবদল করা হয়েছে। দলের অধিনায়কত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির উদ্বর্তন কর্তৃপক্ষ।

কিছুদিন আগেই প্রিমিয়ার লিগে রেফারির সঙ্গে কথা কাটাকাটির কাণ্ডে সমালোচনার জন্ম দিয়েছিলেন জামাল। এবার হারাতে চলেছেন নেতৃত্বও। এত দিন সাইফে অধিনায়কত্ব করলেও খুব ভালো ফলাফল ফল পায়নি বাংলাদেশের অধিনায়কত্ব করা এই ফুটবলারের কাছ থেকে।

জামালকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া পর নতুন অধিনায়ক কে হবে সেটা এখনো ঠিক হয়নি। তবে সাইফের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গে আলোচনা করে ক্লাব কর্তৃপক্ষ নতুন অধিনায়ক ঘোষণা করবে।

 

Link copied!