• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

সমালোচনার বিষয়ে ভাবছেন না ডমিঙ্গো


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ১১:৪৪ এএম
সমালোচনার বিষয়ে ভাবছেন না ডমিঙ্গো

বাংলাদেশের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার (২৪ অক্টোবর)। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শারজাতে মাঠে নামবে টাইগাররা। এরকম গুরুত্বপূর্ণ সময়ে ক্রিকেটের বাহিরে অন্য বিষয় নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে যায় বাংলাদেশ। এই পরাজয়ের পরই মাহমুদউল্লাহদের নিয়ে বেশ সমালোচনা হয়। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেই সমালোচনায় অংশ নিয়েছেন। ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের প্রতি।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও পাল্টা জবাব দেন। বিসিবি সভাপতির কথার জবাবে বলেন, “সমালোচনা করতে গিয়ে কাউকে যেন ছোট করা না হয়।”

দলের কোচ ডমিঙ্গো মনে করেন মাঠের বাহিরে এসব আলোচনা গুরুত্ব দেওয়ার মতো সময় এখন নয়। ‘কথার লড়াই’ দলে কোনো প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নে ডমিঙ্গো বলেছেন, “আমি এখানে এসেছি কেবল ক্রিকেটে মনোযোগ দিতে। দলের বাইরে কী কথা হচ্ছে, সেটায় আমি মনোযোগ দেবো না। ম্যাচের জন্য দলকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করে তোলার দিকেই আমি মনোযোগী।”

Link copied!