পাকিস্তানের বৃহস্পতি এখন তুঙ্গে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি এখন এবারের শিরোপার অন্যতম দাবিদার। টানা চার জয়ে এরই মধ্যে সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। অধিনায়ক বাবর আজমের ব্যাটও রান পাচ্ছে চুটিয়ে।
এদিকে টি-টোয়েন্টির র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ব্শ্বিকাপের পারফরম্যান্সের প্রভাব পড়েছে স্পষ্ট। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তবে দুর্দান্ত পারফর্ম করা পাকিস্তান এক লাফে উঠে এসেছে দুইয়ে। পেছনে ফেলে দিয়েছে ভারত, নিউজিল্যান্ডের মতো দলকে।
আর ব্যাটারদের তালিকায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুই আছেন ইংল্যান্ডের ডেভিড মালান। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ আছেন তিনে। চারে আছেন আরেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ভারত অধিনায়ক বিরাট কোহলি আছেন পাঁচে।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি আছেন দুইয়ে। এছাড়া তিন, চার ও পাঁচে আছেন যথাক্রমে আদিল রশিদ, রশিদ খান ও মুজিব-উর-রহমান।