• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

শিরোপা জিততে সাকিবদের প্রয়োজন ১৯৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ১০:০০ পিএম
শিরোপা জিততে সাকিবদের প্রয়োজন ১৯৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ১৯৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তুলে মহেন্দ্র সিং ধোনির দল। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। 

ফাইনালের এ মহারণে টসে জিতে বোলিংয়ের সিদ্বান্ত নেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। এই ম্যাচেও জায়গা পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বরাবরের মতো কলকাতার হয়ে বোলিংয়ে আসেন সাকিব। চেন্নাইয়ের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে আসেন গায়কওয়াড ও ফাফ ডু প্লেসি। প্রথম ওভারে মাত্র ছয় রান দেন সাকিব। 

দ্বিতীয় ওভারে শিভম মাভি মাত্র তিন রান দেন। তৃতীয় ওভারে আবারও বল করতে আসেন সাকিব। সে ওভারের প্রথম বলেই স্টাম্পিংয়ের সহজ সুযোগ মিস করেন কলকাতার উইকেটকিপার দীনেশ কার্তিক। এই ওভারে একটি করে চার ও ছয়ে ১৩ রান তুলে নেন গায়কওয়াড। 

এরপর থেকে দুই ব্যাটসম্যানই চালিয়ে খেলতে থাকেন। প্রতি ওভারে দশের কাছাকাছি রান তুলতে থাকেন চেন্নাইয়ের ওপেনাররা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে চেন্নাই। 

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই গায়কওয়াডকে ফেরান সুনীল নারাইন। ২৭ বলে একটি ছয় ও তিনটি চারে ৩২ রান করেন তিনি। 

একপাশ ধরে রেখে বোলারদের উপর চড়াও হতে থাকেন ডু প্লেসিস। তিনটি ছয়ে মাত্র ১৫ বলে ৩১ রান করেন রবিন উত্থাপা। তিনটি ছয় ও দুইটি চারে ২০ বলে অপরাজিত ৩৭* রানের বিধ্বংসী ইনিংস খেলেন মঈন আলী। 

ইনিংসের শেষ বলে মাভির বলে আউট হন ডু প্লেসিস। তিনটি ছয় ও সাতটি চারে ৫৯ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। 

কলকাতার হয়ে দুইটি উইকেট নিয়েছেন সুনীল নারাইন। এছাড়া একটি উইকেট নিয়েছেন শিভম মাভি। 

Link copied!