• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

মেয়ের জন্য বিশ্বকাপ ছাড়ছেন জয়াবর্ধনে 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৮:৪৪ পিএম
মেয়ের জন্য বিশ্বকাপ ছাড়ছেন জয়াবর্ধনে 

করোনার থাবা থেকে বাঁচতে খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকেই থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। এ নিয়ম মেনে চলার কারণে পরিবারের বাইরে থাকছে সবাইকে। ফলে ক্লান্ত হয়ে যাচ্ছেন তারা। এজন্য বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকার কথা থাকলেও থাকবেন না বলে জানিয়েছেন লঙ্কানদের পরামর্শদাতা মাহেলা জয়াবর্ধনে। 

সাংবাদিক সম্মেলনে শ্রীলঙ্কান কিংবদন্তি জানান, "এটা ভীষণ কষ্টকর। সম্প্রতি আমি হিসাব করে দেখলাম জুন মাস থেকে এখন পর্যন্ত একটানা ১৩৫ দিন আমি জৈব সুরক্ষা বলয় এবং একা একা কাটিয়েছি, আমি ক্লান্ত। তবে ওদের (শ্রীলঙ্কা দল) বিষয়টাও আমি বুঝতে পারছি এবং আমি ওদের জানিয়েছি যে, বর্তমানে আমার কাছে যে ধরনের প্রযুক্তি রয়েছে তাতে যোগাযোগ করা অসম্ভব কিছু নয়। আর সেইভাবেই আমি ওদের সঙ্গে থাকব।"

এদিকে টানা ১৩৫ দিন একা আর পরিবার ছাড়া থাকাতেই বিষিয়ে উঠেছেন জয়াবর্ধনে। ফলে বাড়ি ফেরা, বিশেষকরে মেয়ের সঙ্গে দেখা করার প্রয়োজনীয়তা দেখছেন তিনি। বলেন, "একজন বাবা হিসাবে নিজের মেয়ের সঙ্গে এতদিন ধরে দেখা না করার যন্ত্রণাটা আশা করছি সবাই বুঝতে পারবে। আমার বাড়ি ফেরাট প্রয়োজনীয়।’ 

শ্রীলঙ্কা দলের বিশ্বকাপের গ্রুপ ১-এ থাকা প্রায় নিশ্চিত। গ্রুপ পর্বে ভালো পারফর্ম করলেও সুপার ১২-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইটা একেবারেই সহজ হবে না। সেখানে জয়বর্ধনের মতো অভিজ্ঞ একজনের দলের সঙ্গে থাকাটা নিঃসন্দেহে লাভজনক হত। তবে দল ছাড়ার আগেও আমিরশাহিতে মাঠ অনুযায়ী শ্রীলঙ্কা দলের কেমন ভাবে খেলা উচিত, তার একটি ছক তৈরি করে দিয়ে যাবেন বলেই জানান জয়াবর্ধনে।

Link copied!