• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ব্যাট হাতে সেঞ্চুরি দিয়েই মুশফিকের জবাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৩:৩৩ পিএম
ব্যাট হাতে সেঞ্চুরি দিয়েই মুশফিকের জবাব
ছবি সংগৃহীত

ব্যাট হাতে রানখরা চলছিল মুশফিকের রহিমের। এজন্য অনেকে তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ক্ষুব্ধ ছিলেন ফর্মহীন মুশফিকের ওপর। সব আলোচনা-সমালোচনাকে যেন এক কাতারে নিয়ে মোক্ষম জবাব দিয়ে দিলেন এই ব্যাটার। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে লড়াকু এক সেঞ্চুরি তুলে লিড এনে দিয়েছেন বাংলাদেশকে।

বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিক তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৭০ বলের লড়াকু ইনিংসে। ইনিংসের ১৫৩তম ওভারে আসিথা ফার্নান্দোকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ‍‍`মিস্টার ডিপেন্ডেবল‍‍` খ্যাত এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ১৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩৬ রান করেছে বাংলাদেশ দল। ফলে ৩৯ রানের লিড পেয়েছে তারা।

মুশফিকুর রহিম ২৮০ বলে ১০৪ ও নাঈম হাসান ২৪ বলে ৪ রানে ব্যাটিং করছেন।

Link copied!