• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বার্সার মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ রোনালদোদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৮:১৯ পিএম
বার্সার মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ রোনালদোদের

হুয়ান গাম্পার ট্রফি জয়ের লক্ষ্যে আগামী ৮ আগস্ট মাঠে নামবে দুই পরাশক্তি বার্সেলোনা ও জুভেন্টাস। প্রাক-মৌসুমের এ প্রস্তুতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল রোনালদোর দল জুভেন্টাস। জুভেন্টাসের এক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।   

করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের তিউনিসিয়ান মিডফিল্ডার হামজা রাফিয়া। এ কারণে পুরো দলকেই রাখা হয়েছে আইসোলেশনে। অবশ্য আইসোলেশনে থেকেই বিশেষ ব্যবস্থায় অনুশীলন করতে পারবে খেলোয়াডেরা। তবে হামজা রাফিয়াকে দশ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিয়মিত পরীক্ষা অনুযায়ী হামজা রাফিয়ার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুরো দল এখন থাকবে আইসোলেশনে। দলের কেউ বাইরের কারও সংস্পর্শে আসতে পারবে না এখন।’

স্কোয়াডের আর কারও মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। করোনায় আক্রান্ত হওয়ায় গাম্পের ট্রফিতে খেলতে পারবেন না হামজা। 

গাম্পের ট্রফির ম্যাচটি বার্সার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে। 

Link copied!