বাবর আজমের প্রতিভা ও সামর্থ্য নিয়ে সন্দেহ নেই কারোই। পাকিস্তানের এই অধিনায়ক চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে আরো ভালো করে চিনিয়েছেন। চলতি বিশ্বকাপে ৫ ইনিংসের মধ্যে ৪টিতেই করেছেন পঞ্চাশোর্ধ রান। অধিনায়ক হিসেবেও প্রতিভার স্বাক্ষর রাখছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।
দীর্ঘদিন ধরেই বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা চলে আসছিল। সাম্প্রতিক পারফরম্যান্সে সেই আলোচনাটা আরো জোরালো করলেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে যেমন ফর্মের চূড়ায় আছেন তিনি, তেমন অধিনায়ক হিসেবেও সাফল্য পাচ্ছেন।
বাবর আজমের এমন পারফরম্যান্সে মুগ্ধ সুনীল গাভাস্কারও। ভারতীয় এই কিংবদন্তী মনে করেন, বাবর আজম সর্বকালের সেরা ক্রিকেটার হওয়ার সামর্থ্য রাখেন।
দেশের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন বাবর। তাতে ৪২.৯৪ গড়ে করেছেন ২৩৬২ রান, সেঞ্চুরি ৫টি। ৬৬ টি-টোয়েন্টিতে ৪৮.৩৯ গড়ে করেছেন ২৪৬৮ রান। এই সংস্করণে একটি সেঞ্চুরি আছে তার। বাবর সবচেয়ে সফল ওয়ানডে সংস্করণে। ৮৬টি ওয়ানডেতে তার গড় ৫৬.৯২, ১৪ সেঞ্চুরিতে রান করেছেন ৩৯৮৫।
বাবরের এই পরিসংখ্যান যে আরো সমৃদ্ধ হবে, তা সহজেই অনুমান করা যায়। গাভাস্কারের মতে, যদি বাবর ফিট থাকেন, তবে তিনি নিজেকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
খালিজ টাইমসে লেখা এক কলামে গাভাস্কার বলেছেন, “পাকিস্তান সবসময় শক্তিশালী দল। তাদের কয়েকজন প্রকৃতি প্রদত্ত প্রতিভা আছে। যা তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করে। এই মুহূর্তে বাবর আজম দলকে এগিয়ে নিচ্ছেন। বাবর আজম যদি ফিট ও মোটিভেটেড থাকেন, তাহলে তিনি হতে যাচ্ছেন সর্বকালের সেরাদের একজন। তিনি পাকিস্তান থেকে আসা ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হওয়ারও সামর্থ্য রাখেন।”