• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

প্রোটিয়াদের কপালে ভাঁজ ফেলে অস্ট্রেলিয়ার জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৭:২৯ পিএম
প্রোটিয়াদের কপালে ভাঁজ ফেলে অস্ট্রেলিয়ার জয়

গ্রুপ-১ থেকে ইংল্যান্ড আগেই সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এই গ্রুপ থেকে আর যাবে এক দল। তার জন্য প্রার্থী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই দৌড়ে নিজেদের কাজটা সেরে রাখল অস্ট্রেলিয়া। নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৬.২ ওভারে ২ উইকেটে ১৬১ করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৬.২ ওভারে ২ উইকেটে ১৬১ করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। আকিল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৯ রানই করতে পারেন অজি অধিনায়ক। এরপরই জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এই জুটি ৭৫ বলে ১২৪ রানের জুটি গড়ে ক্যারিবিয়দের হার নিশ্চিত করেন। গেইলের বলে আউট হওয়ার আগে ২ ছক্কা ও ৫ চারে সাজিয়ে ৩২ ৫৩ করেন মার্শ। অন্যদিকে ওয়ার্নার ৪ ছক্কা ও ৯ চারে মিলিয়ে ৫৬ বলে অপরাজিত ৮৯* রান করেন। দুর্দান্ত এই ইনিংসের স্বীকৃতি স্বরূপ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার এই জয়ের লড়াইটা কঠিন হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। কিছুক্ষণ পর ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। অস্ট্রেলিয়াকে টপকে সেমি ফাইনালে যেতে হলে প্রোটিয়াদের ৫৭ রানের ব্যবধানে অথবা ১২.৩ ওভারে জয় নিশ্চিত করতে হবে।

Link copied!