• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

পিটিভির বিরুদ্ধে আইনি লড়াই করবেন শোয়েব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৪:৫৬ পিএম
পিটিভির বিরুদ্ধে আইনি লড়াই করবেন শোয়েব

কিছুদিন আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে খেলা নিয়ে আলোচনার সময় উপস্থাপকের সঙ্গে ঝামেলা বাধিয়ে অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়েছিলেন শোয়েব আখতার। এরপর নিজেকে সরিয়ে নিয়েছিলেন পিটিভির অনুষ্ঠান থেকে। এতে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১০ কোটি টাকার নোটিশ পাঠিয়েছে পিটিভি। তবে শোয়েবও কম যান না, উল্টো জানিয়ে দিয়েছেন, এর জন্য আইনি লড়াই লড়বেন তিনি।

শোয়েবকে পাঠানো নোটিশে পিটিভি লিখেছে, ‘আমাদের চুক্তির ২২ নম্বর ধারা অনুযায়ী যেকোনো পক্ষ তিন মাসের নোটিশে চুক্তি ছেড়ে বেরিয়ে আসতে পারে। না হলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু শোয়েব শো চলাকালীন সরে যাওয়ার কথা ঘোষণা দেন। এমনকি সঙ্গে সঙ্গে অনুষ্ঠান থেকে বেরিয়েও যান। পিটিভি ম্যানেজমেন্টকে উনি আগে থেকে কিছু জানাননি। তা ছাড়া হরভজন সিংহের সঙ্গে একটি ভারতীয় চ্যানেলে শোয়েব কাজ করায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

এদিকে শোয়েবের দাবি সরকার থেকে শুরু করে শোবিজের সবাই তার পেছনে আছে। জিও নিউজকে শোয়েব বলেন, “সরকার থেকে শুরু করে শোবিজের সবাই আমার পক্ষে দাঁড়িয়েছে। অনুষ্ঠান চলাকালীন একজন জাতীয় আইকনের অপমানে তারা সবাই ক্ষুব্ধ।”

পিটিভি টাকা ফেরত চেয়ে নোটিশ দেওয়ায় হতাশা ব্যক্ত করে শোয়েব টুইটারে লেখেন, “খুবই হতাশ, পিটিভিতে কাজ করার সময় আমার সম্মান ও খ্যাতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর তারা এখন টাকা ফেরত চেয়ে নোটিশ পাঠিয়েছে। আমি একজন যোদ্ধা এবং কখনোই হার মানব না। আমি আইনি লড়াই চালিয়ে যাব।”

Link copied!