• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

পাপনকে ‘অযোগ্য’ বললেন সাবের হোসেন


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ১০:৪৯ পিএম
পাপনকে ‘অযোগ্য’ বললেন সাবের হোসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সে সমালোচনার ঝড় বাইছে চারদিকে। আসরের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। যতই সময় গড়াচ্ছিল ততই যেন বাজে খেলার প্রতিযোগিতায় নেমেছিল বাংলাদেশ। দলের এমন করুণ দশায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ, বোর্ডেরও সমালোচনা হচ্ছে। সেই দলে এবার যোগ দিলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি তো তোপ দাগিয়েছেন সরাসরি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দিকে।

আওয়ামী লীগের বর্তমান সাংসদ সাবের হোসেন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রধান ছিলেন। তার সময়েই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেটের দুরবস্থায় শুধু ক্রিকেটারদের দোষ দিতে নারাজ অধিকাংশ ভক্ত-সমর্থক। তাদের মতে অযোগ্য বোর্ড ও কোচের ব্যর্থতায় বাংলাদেশ দলের এমন বাজে অবস্থা হয়েছে।

অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ের পর সাবের হোসেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটি টুইট করেন। সেখানে নাজমুল হাসান পাপনকে তিনি অযোগ্য দাবি করেন।

টুইট বার্তায় সাবের হোসেন লিখেছেন, “পাপনের অধীনে বাংলাদেশ ৪টি বিশ্বকাপ খেলে ফেলেছে। দলের অবস্থা খারাপ থেকে আরও শোচনীয় অবস্থায় যাচ্ছে। সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্য। ব্যর্থতার দায় অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট টিম আছে, এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার।”

Link copied!