যেকোনো টুর্নামেন্ট হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্নায়বিক উত্তেজনা। ভক্তদের মধ্যে আলোচনা, তর্কবিতর্ক তুঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (২৪ অক্টোবর) ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। পাকিস্তানের জন্য ত্রাস হতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মা। ফলে শুরুতেই ভারতের এই ব্যাটারকে বিদায় করে দিতে হবে। তবেই জয়ের আশা করতে পারে পাকিস্তান।
দুর্দান্ত ফর্মে থাকা ভারতের অন্যতম স্তম্ভ কোহলি ও তার ডেপুটি রোহিত। এ দুই ব্যাটারকে যদি শুরুতেই ফিরিয়ে দেওয়া যায় তবে বিশ্বকাপে নিজেদের ইতিহাস বদলানোর সুযোগ পাবে পাকিস্তান। পাবে ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে ভারতের বিপক্ষে অধরা জয়ের স্বাদ।
এমনিতেই জয়ের ধারায় আছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি অনুশীলন ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হেরে সমর্থকদের হতাশ করেছে।
এই ইতিহাস বদলাতে নানা পরিকল্পনা নিশ্চয়ই আছে বাবর আজমদের। তবে কোহলি-রোহিতকে আউটের টোটকা দিলেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ভারতের স্বস্তির কথা, দলের নতুন ক্রিকেটাররাও নিজেদের সেরা ফর্মে রয়েছে। তবে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা যেকোনো দলের জন্যই ভয়ংকর হয়ে উঠতে পারেন। প্রতিপক্ষকে জিততে হলে এই দুজনকে থামানো গুরুত্বপূর্ণ। দলকে তেমনই কৌশল বলে দিলেন অভিজ্ঞ সাবেক ক্রিকেটার মুশতাক।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বলেন, “রোহিত তার মতো করে সময় নেয় এবং সে স্মার্ট। আমি মনে করি একজন ইন্সুইং বোলার তার বিপক্ষে ইনিংসের শুরুতেই কার্যকর হতে পারে। এটি তার জন্য কিছুটা বিপদের কারণ হবে। এছাড়া বাউন্সাররা স্লো উইকেটে কার্যকর ভূমিকা রাখতে পারবে যদি মাঠ ভালোভাবে সেট করতে পারে।”
বিরাট কোহলির জন্য তিনি বলেন, “কোহলির জন্য আমি মনে করি আপনাকে মাঠের পরিবেশের সঙ্গে খেলতে হবে। এটি সাদা বলের ক্রিকেট সুতরাং আপনার বেশি সুইং হবে না। তবে ফিল্ডিং সতর্কতার সঙ্গে করলে সে প্রথম ১০-১৫ রান তুলতে পারবে। সে চেষ্টা করবে ফিল্ডারদের ওপর চড়াও হয়ে খেলতে এবং এটি সুযোগ তৈরি করে দিতে পারে।”