• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

নিজেদের কথার মান রাখল স্কটিশরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১১:৪৫ এএম
নিজেদের কথার মান রাখল স্কটিশরা

খেলায় মাঠের সামর্থ্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মানসিক শক্তিও সমানভাবে গুরুত্ব বহন করে। তাই যে কোনো দলই চায় প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করতে। মাঠ কিংবা মাঠের বাইরে নানান কথা বলে তারা প্রতিপক্ষের মনোযোগে বিঘ্ন ঘটায়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে স্কটল্যান্ডের কোচ শেন বার্জারও জানিয়েছিলেন গ্রুপের বাকি দল ওমান, পাপুয়া নিউ গিনির মতোই তারা বাংলাদেশকে ভাবছেন, মোটেও বিচলিত নন বাংলাদেশকে নিয়ে। ম্যাচেও এই কথার প্রতিফলন দেখা গেছে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্কটিশরা বেশ হেসে-খেলেই জিতেছে। ১৪০ রানের মজবুত সংগ্রহ তারা ছুঁড়ে দেয় বাংলাদেশের সামনে। ১৪১ রান তাড়া করতে নেমে ওপেনারদের ব্যর্থতায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। টি-টোয়েন্টির আগ্রাসী ভূমিকা বাদ দিয়ে তারা বুঝে শুনে খেলতে গিয়ে রানের চাকার গতি মন্থর করে দেয়। যার ফলে উইকেট হারানোর পাশাপাশি জয়টাও কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত তীরে এসে তরী ডোবার মতো মাত্র ৬ রানের জন্য জয়ের বন্দরে পৌঁছাতে পারে না।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা তো ছিলই, তবে স্কটিশ বোলারদের কৃতিত্বও কম নয়। তারা বাংলাদেশকে পুরো সময় জুড়েই চাপে রেখেছিল। প্রতিপক্ষকে এটার চেয়েও তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে কেবল জয় নিয়ে মাঠ থেকে ফেরা। আত্মবিশ্বাস তাদের খালি হাতে ফেরায়নি।

Link copied!