বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলে সফরকারীরা। এক ওভারে দুই উইকেট নিয়ে সফরকারীদের চাপে ফেলেছেন সাইফউদ্দীন।
করোনা থেকে সুস্থ হয়েই দলের হয়ে ওপেন করতে নামেন ফিন অ্যালেন। অ্যালেনের সঙ্গী ছিলেন রাচীন রবীন্দ্র। প্রথম ওভারে যথারীতি বল করতে আসেন শেখ মেহেদী।
প্রথম ওভারেই দুইটি চারে ১১ রান তুলে ফেলে সফরকারীরা। দ্বিতীয় ওভারে স্পিনার নাসুম আহমেদ দেন ৫ রান।
তৃতীয় ওভারেই কাটার মাস্টার মোস্তাফিজকে আক্রমণে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এসেই বিধ্বসী অ্যালেনকে তুলে নেন মোস্তাফিজ। মিড অনে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ১৫ রান করে ফিরেন তিনি। ১৬ রানে প্রথম উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা।
ইনিংসের সপ্তম ওভারে উয়িল ইয়াং ও গ্র্যান্ডহোমকে এলবিডব্লিওর ফাদে ফেলেন সাইফউদ্দীন।
৮ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৪৯ রান