• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

নামিবিয়াকে ১৬১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৫:৩৯ পিএম
নামিবিয়াকে ১৬১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান  

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৭তম ম্যাচে আবু ধাবিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬০ রানের সংগ্রহ পেয়েছে রশিদ খানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। 

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হতে থাকে হজরাতুল্লা জাজাই ও মোহাম্মদ শাহজাদ। পাওয়ার সুবিধা দুর্দান্তভাবে কাজে লাগায় তারা। ছয় ওভারেই তুলে ফেলে বিনা উইকেটে ৫০ রান। কিন্তু জাজাই বেশিক্ষণ টিকতে পারেননি। স্মিটের বলে আউট হওয়ার আগে ৩৩ রান করেন তিনি। দুইটি ছয় ও চারটি চারে এ রান করেন তিনি। 

রহমানুল্লাহ গুলবাজ ৪ রান করে এলবিডব্লিওর ফাঁদে পড়েন। আরেক ওপেনার শাহজাদ দারুণ সব শট খেলে প্রতিপক্ষের বোলারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। কিন্তু ট্রাম্পলম্যানের বলে আউট হয়ে ফিরেন তিনি। দুইটি ছয় ও তিনটি চারে ৩৩ বলে ৪৫ রান করেন তিনি। 

নাজিবুল্লাহ জাদরান ফিরেছেন ৭ রান করে। এরপর শেষ ম্যাচ খেলতে নামা আসগর আফগান ও অধিনায়ক মোহাম্মদ নাবী মিলে এগিয়ে নিতে থাকেন দলকে। বিদায়ী ম্যাচে ২৩ ম্যাচে ৩১ রান করেন তিনি। একটি ছয় ও তিনটি চারে এ রান করেন তিনি। 

মোহাম্মদ নবী অপরাজিত থাকেন ৩২ রানে। পাঁচটি চার ও একটি ছয়ে ১৭ বলে এ রান করেন তিনি। 

নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে আফগানিস্তান। জয়ের জন্য নামিবিয়ার প্রয়োজন ১৬১ রান। 

নামিবিয়ার হয়ে দুই উইকেট নিয়েছেন লফটি ইটন ও ট্রাম্পেলম্যান। এছাড়া একটি উইকেট নিয়েছেন স্মিট। 

Link copied!