সর্বশেষ দুই সিরিজে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি টাইগার স্পিনার তাইজুল ইসলামের। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলছে বাংলাদেশ, সেখানেও প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেনি তাইজুলের। দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাও প্রায় ৪ মাস আগে। তবে দলে সুযোগ না পেলেও আক্ষেপ নেই তার মধ্যে। জাতীয় দলের স্কোয়াড়ে থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি। শনিবার (৪ আগস্ট) বিসিবির পাঠানো এক ভিডিও এসব কথা বলেন ২৯ বছর বয়সী এই স্পিনার।
দলের সঙ্গে থাকলেও কেন সুযোগ পাচ্ছেন না একাদশে এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘আমি অনেকদিন ধরেই ম্যাচ খেলছি না। তিন-চার মাস হয়ে গেছে, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। টিম কম্বিনেশন বা যেকোনো কারণেই হোক, ম্যাচগুলোতে আমার খেলা হয়নি। আমি অবশ্য এটা নিয়ে চিন্তিত নই। সুযোগ আসলে ইনশাআল্লাহ আমি কাজে লাগানোর চেষ্টা করব। আমি আমার কাজগুলো যথাযথভাবে নিজের সাধ্যমতো করে যাচ্ছি।’
দলের স্কোয়াড়ে থেকে কোচ ও কোচিং স্টাফদের সাপোর্ট পাচ্ছেন জানিয়ে তাইজুল বলেন, ‘দলের বাইরে থাকলে আমি এই আবহটা পেতাম না। এখানে থাকায় আমি কোচদের; রঙ্গনা হেরাথ আছে, ব্যাটিং কোচ আছে এবং সাপোর্ট স্টাফের যারাই আছে, তারা আমাকে অনেকভাবেই সহযোগিতা করছেন। যখন যেটা চাচ্ছি, সহজেই সেটা পাচ্ছি। আমার মনে হয়, সামনের দিনের প্রস্তুতির জন্য এটা খুব ভালো হচ্ছে।’
নিজে দলে না থাকলেও এদিকে ফোকাস না করে দলের স্বার্থকেই বড় করে দেখেন তাইজুল। বলেন, ‘আসলে নিজের থেকে দলের স্বার্থকেই আমি অনেক বড় করে দেখি। দল ভালো করছে, এটা অনেক ভালো লাগার বিষয়। আমার যারা প্রতিদ্বন্দ্বী তারা অনেক ভালো করছে। আশা করি, সামনেও তারা অনেক ভালো করবে। আর আমি যখনই সুযোগ পাব, ভালো করার চেষ্টা করব, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরই মধ্যে দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে লাল-সবুজের দল। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।