• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দর্শক ফিরছে কোপার ফাইনালে 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৩৬ পিএম
দর্শক ফিরছে কোপার ফাইনালে 

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে আগামীকাল রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। করোনাভাইরাসের কারণে দর্শক শূন্য মাঠে খেলা হতো।

এবার দর্শকদের এ আক্ষেপ ঘোচাতে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) সিদ্ধান্ত নিয়েছে মাঠে দর্শক ফেরানোর। সীমিত সংখ্যক দর্শক সুযোগ পাবেন তাদের প্রিয় দলের হয়ে গলা ফাটানোর।

একদিকে ব্রাজিলের চ্যালেঞ্জ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা আর অন্যদিকে আর্জেন্টিনার সামনে সুযোগ ২৮ বছর পর নিজেদের ঘরে ট্রফি নিয়ে ফেরা। এ লড়াইয়ে ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে মুখিমুখি হবে দুই দল। 

আগের সবগুলো ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে হলেও এ ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 

কনমেবল জানিয়েছে, মাঠে দর্শক প্রবেশ করতে পারবে চার হাজার ৪০০ জন। এর মধ্যে ব্রাজিলের সমর্থক থাকবে দুই হাজার ২০০ জন ও আর্জেন্টিনার দর্শক থাকবে ২০০জন।

আর্জেন্টিনার ক্ষেত্রে শুধুমাত্র ব্রাজিলে থাকা দর্শকরাই মাঠে প্রবেশের অনুমতি পাবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল দর্শককে মাঠে প্রবেশের জন্য পিসিআর টেস্টের করোনা নেগেটিভ সনদ ও আনুষাঙ্গিক কাগজ আনতে হবে। নতুবা কেউ মাঠে প্রবেশের অনুমতি পাবে না। 

Link copied!