• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২, ৩০ শাওয়াল ১৪৪৬

টিকে থাকার লড়াইয়ে কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০১:৩৪ পিএম
টিকে থাকার লড়াইয়ে কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশ

অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কোনারি স্পোর্টস ক্লাবে কানাডা অনূর্ধ্ব -১৯ দলের মুখোমুখি হবে টাইগার যুবা দল।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিশ্বকাপ মিশন বাজেভাবে শুরু হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে বড় পরাজয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যাটিং বিপর্যয়ে শতরানের ঘরেও পৌঁছাতে পারেনি টাইগাররা। ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে৷ ফলে সহজ জয় তুলে নেয় ইংলিশরা।

যুব বিশ্বকাপে টিকে থাকতে হলে কানাডার সঙ্গে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় কানাডা অনূর্ধ্ব-১৯ দল।সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

Link copied!