টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
স্কটল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে যদিও তারা পাকিস্তানের কাছে হেরে যায়।
অন্যদিকে নামিবিয়াও স্কটল্যান্ডকে হারিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে।
আফগান একাদশে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে দলে নেই স্পিনার মুজিব-উর-রহমান। তার বদলে দলে এসেছেন হামিদ হাসান।
আফগানিস্তান একাদশ : হজরতুল্লাহ জাজাই,মোহাম্মদ শেহজাদ, রহমতুল্লাহ গুরবাজ, আজগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নবী, রশিদ খান, নবীন-উল-হক, হামিদ হোসেন।
নামিবিয়া একাদশ : ক্রিস উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জ্যান লোফটাই-ইটন, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, জেজে স্মিথ, ডেভিড ওয়াইজ, জ্যান ফ্রাইলিঙ্ক, পিক্কি ইয়া ফ্রেঞ্চ, রুবেন ট্রাম্পেলমান, বের্নার্ড স্কলটস।