• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৮:৩৭ পিএম
পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া

বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। খবর : বলিউড হাঙ্গামা

খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি ও রাঘব দুজনেই সন্তানের আগমনের খবর জানান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

কয়েক সপ্তাহ ধরেই অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সুখবরের জন্য। সন্তানসম্ভবা হওয়ার পর পরিবারের পরামর্শে পরিণীতি স্থায়ীভাবে দিল্লিতে চলে যান। এর আগে আগস্টে দম্পতি ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল—‘১ + ১ = ৩’। সেই পোস্টেই তাদের অভিভাবক হওয়ার ইঙ্গিত মেলে।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরিণীতি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে সংসারে মনোযোগী হন।

‘ইশকজাদে’, ‘হাসি তো ফাঁসি’ ও ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’-খ্যাত এই অভিনেত্রীর ঘরে নতুন অতিথির আগমন এখন পুরো বলিউডে আনন্দের জোয়ার এনেছে। যদিও দম্পতি এখনো নবজাতকের নাম ঘোষণা করেননি, তবু ভক্তরা আগ্রহে অপেক্ষা করছেন ‘বেবি চাড্ডা’র প্রথম ঝলক দেখার জন্য।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!