• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬
আইপিএল ২০২২

টস জিতে বোলিংয়ে মোস্তাফিজের দিল্লি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৭:৩৫ পিএম
টস জিতে বোলিংয়ে মোস্তাফিজের দিল্লি
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে আজ দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ।

শনিবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসরের ২৯তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

আসরে পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর চার ম্যাচে সমান দুই জয়-পরাজয়ে আট নম্বরে আছে মোস্তাফিজের দিল্লি। 

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পান্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুয়শ প্রভুদেসাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্শাল প্যাটেল, জশ হ্যাজেলউড ও মোহাম্মদ সিরাজ।

 

 

Link copied!