• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠাল স্কটল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৩:৪৪ পিএম
টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠাল স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনালের লক্ষ্যে টিকে থাকার ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড। আজ ব্ল্যাক ক্যাপসদের প্রতিপক্ষ আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড। এই ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ডের ক্যাপ্টেন কাইল কোয়েটজার। 

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ডারল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সেন্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ড ও ঈশ সোধি। 

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুন্সে, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, আলাসদাইর ইভান্স ও ব্র্যাড হুইল।

Link copied!