• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৭:২৬ পিএম
চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার

চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার এলিন অ্যাশ। মৃত্যুকালে এই মহিলা ক্রিকেটারের বয়স হয়েছিল ১১০ বছর। এক বিবৃতিতে অ্যাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

১৯৩৭ সালে নর্দ্যাম্পটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশের টেস্ট অভিষেক অ্যাশের। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে দেশের হয়ে আরও ছয়টি টেস্ট খেলেছেন তিনি। 

খেলায়াড়ি জীবনে ডানহাতি ফাস্ট বোলার ছিলেন অ্যাশ। দেশের হয়ে সাত ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় ১৯৪৯ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড মহিলা দলের সদস্য ছিলেন তিনি। তারপরে ক্রিকেট থেকে অবসর নেন।

                                                 এলিন অ্যাশ

ঘরোয়া ক্রিকেটে সিভিল সার্ভিস, মিডলসেক্স এবং সাউথ মহিলা দলের হয়ে খেলেছেন এলিন। ক্রিকেট ছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের গুপ্তচর সংস্থা এম১৬-এর হয়েও কাজ করেছিলেন তিনি। বিশ্বযুদ্ধের পর ক্রিকেট খেলা চালিয়ে যান তিনি।

Link copied!