বিশ্বকাপে জয়ের খোঁজে মাঠে নেমছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
এ ম্যাচে টস জিতে গেইলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেন্ডা বাভুমা। এভিন লুইসের ৫৬, অধিনায়ক কাইরন পোলার্ডের ২৬ রানে ভর করে স্কোরবোর্ডে ১৪৩ রান তুলে রাসেলরা। ডোয়াইন প্রিটুরিয়াসের শিকার তিন উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক টেন্ডা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৩ বলে দুই রানে রাসেলের দুর্দান্ত থ্রোয়ে রান আউটের শিকার হন তিনি।
এরপর দলের হাল ধরেন রেজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেন। দুই জনের ৫৭ রানের জুটি ভাঙ্গেন আকিল হোসেইন। আকিলের বলে হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন রেজা হেনড্রিকস। একটি ছয় ও তিনটি চারে ৩০ বলে ৩৯ রান করেন তিনি।
এরপর ভ্যান ডার ডুসেন আর এইডেন মার্কারাম মিলে আর কোনো উইকেট হারাতে দেননি। দুই জনের অপরাজিত ৮৩ রানের জুটিতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ৫১ বলে ৪৩ রান করেন ভ্যান ডার ডুসেন আর ২৬ বলে ৫১ রান করেন এইডেন মার্কারাম। চারটি ছয় ও দুইটি চারে এ রান করেন মার্কারাম।
ফলে ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দুই ম্যাচে এটিই প্রথম ম্যাচ জিতল আফ্রিকানরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি উইকেট নিয়েছেন আকিল হোসেইন।
দিনের অপর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ব্ল্যাক ক্যাপসরা।