টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরেছে ভারত। এদিকে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ফাইনাল খেলার পরেও কোনো ছুটি পাচ্ছে না কিউইরা। কারণ, বিশ্বকাপ শেষেই ভারতে এসে ওয়ানডে ও টেস্ট খেলবেন ব্ল্যাক ক্যাপসরা। ইতিমধ্যে নিজেদের টেস্ট স্কোয়াড় ঘোষণা করেছে ভারত। আর এই দলে জায়গা হয়নি ভারতের বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলির।
কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে রাখা হয়নি বিরাট কোহলিকে। মূলত টানা খেলার ধকল সামলাতে কোহলিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি।
দীর্ঘদিন ধরেই জৈবসুরক্ষা বলয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররা। দীর্ঘ ইংল্যান্ড সফর শেষে আইপিএল, এবং তার পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ—সব মিলিয়ে ক্লান্তি ভর করেছে ভারতীয় দলে। যার প্রভাব পড়েছে বিশ্বকাপে তাদের পারফরম্যান্সেও। সেই ক্লান্তি থেকে মুক্তি দিতে কোহলি, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও ঋশভ পান্তকে টেস্ট স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে ভারতে আসবে কেন উইলিয়ামসনরা।
ভারতের স্কোয়াড়
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), লোকেশ রাহুল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), কেএস ভারত (উইকেট-রক্ষক), রবীন্দ্র জাদেজা, ররিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ।