বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাশাপাশি গড়েছেন রেকর্ডও। টি-টোয়েন্টিতে এক বছরে ১০০০ রান করার কৃতিত্বও অর্জন করেন তিনি। এত চমৎকার ইনিংস দেখে কে বলবে সেমি ফাইনাল ম্যাচের আগের দুই রাত আইসিইউতে কাটিয়েছেন তিনি!
অস্ট্রেলিয়ার বিপক্ষে রিজওয়ানের ব্যাট থামে ৬৭ রানে। আগের দুই রাত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন এই ওপেনার। কারণ, তার বুকে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। সংক্রমণের কারণেই তাকে দুই দিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
সেমি ফাইনালে অজিদের বিপক্ষে ৫ উইকেটে হারে পাকিস্তান। ম্যাচের পর দলের অধিনায়ক বাবর আজমের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন দলের চিকিৎসক ডাক্তার নাজিব সমরোও। তিনিই জানান, সংক্রমণের কারণে দুই দিন রিজওয়ানকে আইসিইউতে রাখার খবর।
দলের এই চিকিৎসক বলেন, “৯ নভেম্বর রিজওয়ানের বুকে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। এ কারণে তাকে দুই দিন আইসিইউতে রাখা হয়। তবে সবাইকে অবাক করে ম্যাচের আগেই তিনি সেরে ওঠেন।”
এদিকে এক টুইটে রিজওয়ানের হাসপাতালে থাকা অবস্থার একটি ছবি দিয়ে শোয়েব আখতার লিখেছেন, “আপনার বিশ্বাস হয়, এই মানুষটি আজ দেশের হয়ে খেলেছে এবং নিজের সেরাটা নিংড়ে দিয়েছে। সে গত দুই হাসপাতালে ছিল। গভীর শ্রদ্ধা, হিরো।”