• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

গুগলের ২৫ বছর, একনজরে প্রতিষ্ঠানটির বিশ্বজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০১:২৪ পিএম
গুগলের ২৫ বছর, একনজরে প্রতিষ্ঠানটির বিশ্বজয়
ছবি: সংগৃহীত

২৫ বছর আগে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী তাদের ছাত্রাবাসে চিন্তাভাবনা করে একটি ধারণা সামনে এনেছিলেন। তাদের সেই ধারণা ছিল একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন তৈরি করা, যা ওয়েব পৃষ্ঠাগুলোকে ধারাবাহিতভাবে সাজিয়ে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করবে।

সেই দুই শিক্ষার্থীর নামি ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। প্রাথমিকভাবে ব্যাকরাব নামে পরিচিত তাদের সেই স্টার্টআপটি বিশ্বের অন্যতম মূল্যবান ও প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়ছে। যা বর্তমানে গুগল নামে পরিচিত। আর গুগলের মূল প্রতিষ্ঠান এখন এলফাবেট। 

গুগল অনুসন্ধান, জিমেইলসহ গুগলের পণ্যগুলো এখন কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করছে। আর প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে স্থান করে নিয়েছেন।

ব্যাকরাব থেকে ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর গুগল নামকরণ করা হয়। আজ গুগলের ২৫ বছর পূর্তি। একনজরে গুগলের যাত্রাপথ তুলে ধরেছে বার্তা  সংস্থা রয়টার্স।

১৯৯৫-৯৬ : পেজ ও ব্রিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকলীন ব্যাকরাব নামক একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন।

১৯৯৮ : স্টার্টআপটি নাম পরিবর্তন করে গুগল করা হয়। সান মাইক্রোসিস্টেমের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি বেচটোলশেইমের কাছ থেকে ১ লাখ ডলারের অর্থায়ন পায়।

১৯৯৯ : গুগল তার প্রথম প্রেস রিলিজে সিকোইয়া ক্যাপিটাল ও ক্লেইনার পারকিন্সের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলারের তহবিল পাওয়ার ঘোষণা দেয় এবং আনুষ্ঠানিকভাবে বিশ্বের কাছে ‘গুগলার্স’ শব্দটি ঘোষণা করে।

জুন ২০০০ : গুগল ইয়াহুর ডিফল্ট সার্চ ইঞ্জিন হয়ে ওঠে। সেই সময়ের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ছিল ইয়াহু।

অক্টোবর ২০০০ : এডওয়ার্ডস চালু করে গুগল। অনলাইন বিজ্ঞাপনের প্ল্যাটফর্মটি গুগলের ব্যবসার মূল হয়ে ওঠে।

এপ্রিল ২০০৪ : গুগল ঘোষণা করে, এটি ১ জিবি পর্যন্ত স্টোরেজ ক্ষমতাসহ জিমেইলের রিলিজ পরীক্ষা করছে।

আগস্ট ২০০৪ : শেয়ারপ্রতি ৮৫ ডলারের প্রারম্ভিক মূল্যে প্রায় ১ কোটি ৯৬ লাখ শেয়ার বাজারে ছাড়ে।

ফেব্রুয়ারি ২০০৫ : ডেস্কটপের জন্য গুগল ম্যাপ চালু করে।

আগস্ট ২০০৫ : মোবাইল স্টার্টআপ অ্যান্ড্রয়েড অধিগ্রহণ করে। গুগল টক তাৎক্ষণিক বার্তা পরিষেবা চালু করে।

২০০৬ : ১৬৫ কোটি ডলারের বিনিময়ে অনলাইন ভিডিও পরিষেবা ইউটিউব ক্রয় করে।

এপ্রিল ২০০৭ : ৩১০ কোটি ডলার দিয়ে ওয়েব বিজ্ঞাপন সরবরাহকারী ডাবলক্লিক অধিগ্রহণ করে।

মে ২০০৭ : সর্বজনীন অনুসন্ধান ব্যবস্থা প্রবর্তন করে।

সেপ্টেম্বর ২০০৮ : প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টি-মোবাইল জি১ আত্মপ্রকাশ করে। গুগল ক্রোম ওয়েব ব্রাউজার চালু করা হয়।
জানুয়ারি ২০১০ : এইচটিসির সহায়তায় নেক্সাস ওয়ান স্মার্টফোন তৈরি।

মার্চ ২০১০ : চীনে অনুসন্ধান ফলাফলে সেন্সর করা বন্ধ করে। ফলে দেশটিতে এটি নিষিদ্ধ করা হয়।

অক্টোবর ২০১০ : গুগল ক্যালিফোর্নিয়ায় টয়োটা প্রিয়াস গাড়ির একটি ছোট বহর দিয়ে তার প্রথম স্বচালিত যানের পরীক্ষা করে।

জুন ২০১১ : গুগল প্লাস সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা চালু করে, যা ২০১৮ সালে বন্ধ হয়ে যায়।

আগস্ট ২০১১ : ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে মটোরোলা মোবিলিটি অধিগ্রহণের ঘোষণা করে।
২০১২ : গুগল গ্লাস চালু করে।

২০১৩ : প্রায় ১ বিলিয়ন ডলারে ইসরায়েলি ম্যাপিং স্টার্টআপ ওয়েজ অধিগ্রহণের ঘোষণা দেয়।

২০১৪ : জানুয়ারিতে ঘোষণা করে যে এটি এআই ফার্ম ডিপমাইন্ড অধিগ্রহণ করবে। 
একই মাসে, স্মার্ট থার্মোস্ট্যাট ও স্মোক অ্যালার্ম মেকার নেস্ট ল্যাব কেনার জন্য ৩২০ কোটি ডলারের চুক্তির ঘোষণা করে।

২০১৫ : একটি নতুন সর্বজনীনভাবে তালিকাভুক্ত কোম্পানি এলফাবেট তৈরি করার পরিকল্পনার কথা ঘোষণা করে। যার আওতায় থাকবে গুগল, ইউটিউবসহ অন্যান্য সব সেবা ও উদ্যোগ। গুগলের সিইও হন সুন্দর পিচাই।

অক্টোবর ২০১৬ : প্রথম পিক্সেল স্মার্টফোন লঞ্চ করে।

নভেম্বর ২০১৬ : গুগল হোম স্মার্ট স্পিকার চালু করে।

জুন ২০১৭ : ইউরোপীয় কমিশন গুগলকে তার অনুসন্ধানের নিরপেক্ষতা লঙ্ঘনের জন্য ২ দশমিক ৪২ বিলিয়ন ইউরো জরিমানা করে।

ফেব্রুয়ারি ২০১৮ : গুগল প্রথমবারের মতো বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিক্রির প্রতিবেদন দেয়।

জুলাই ২০১৮ : ইউরোপীয় কমিশন তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এন্টি-কম্পিটেটিভ অনুশীলনের জন্য গুগলকে ৪ দশমিক ৩৪ বিলিয়ন ইউরো জরিমানা করে।

জুন ২০১৯ : গুগল ২ দশমিক ৬ বিলিয়ন ডলারে অ্যানালিটিক্স স্টার্টআপ লুকার অধিগ্রহণের ঘোষণা করে।

ডিসেম্বর ২০১৯ : সহ-প্রতিষ্ঠাতা পেজ ও ব্রিন ঘোষণা করেন যে তারা যথাক্রমে সিইও ও প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছেন। পিচাই অ্যালফাবেটের সিইও হন।

২০২০ : এলফাবেটের বাজার মূলধন ১ ট্রিলিয়ন ডলার।

জানুয়ারি ২০২৩ : কোম্পানিটি ১২ হাজার কর্মী ছাঁটাই করে, যা তার কর্মীদের ৬ শতাংশ।
ফেব্রুয়ারি ২০২৩ : গুগল এআই-চালিত চ্যাটবট বার্ড ঘোষণা রে। এই এআই টুলের ডেমোতে একটি ত্রুটির কারণে অ্যালফাবেট বাজার মূলধন হারায় ১০০ বিলিয়ন ডলার। গুগলের প্রথম কর্মচারীদের একজন সুসান ওয়াজসিকি ইউটিউবের সিইও পদ থেকে পদত্যাগ করেন। তার জায়গায় নিল মোহন আসেন।

মার্চ ২০২৩ : কিছু ব্যবহারকারীদের জন্য বার্ড উন্মুক্ত করা শুরু করে।

Link copied!