গুলশানে কাজী ফার্মস কিচেনের নতুন আউটলেট উদ্বোধন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৬:০২ পিএম
গুলশানে কাজী ফার্মস কিচেনের নতুন আউটলেট উদ্বোধন
নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে নতুন আউটলেট উদ্বোধন করেছে কাজী ফার্মস কিচেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে গুলশান-২-এর ১০৮ নম্বর রোডে এই আউটলেটের উদ্বোধন করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী।

কাজী ফার্মসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভোক্তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের খাবার সরবরাহ করার নিশ্চয়তা দিতে কাজী ফার্মস কিচেন সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। গ্রাহকরা এই আউটলেটে হালাল ও স্বাস্থ্যসম্মত চিকেন মিট হতে প্রস্তুত করা বিভিন্ন খাদ্যসামগ্রী (হট অ্যান্ড ইনস্ট্যান্ট সার্ভিং) ছাড়াও কাজী ফার্মস কিচেন ব্র্যান্ডের ফ্রোজেন ফুড এবং বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিম কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে আগামী পাঁচ দিন (১৮-২২ ডিসেম্বর) এখানে সব ধরনের পণ্যের ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রাঞ্চাইজ আউটলেটের কর্ণধার মো. নজরুল ইসলাম, হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, হেড অব কি অ্যাকাউন্টস অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি অপারেশন আসাদুজ্জামান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!