• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে জলরং কর্মশালা শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৯:৪৬ পিএম
রাজধানীতে জলরং কর্মশালা শুরু
জলরং কর্মশালা। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীতে শুরু হয়েছে ‘জলরং কর্মশালা ২০২৪’। রোববার (২৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া চার দিনব্যাপি এ কর্মশালা শেষ হবে বুধবার (৩১ জানুয়ারি)। এশিয়াটিক সোসাইটি গ্যালারিতে শিল্পী মিন্টু দের নেতৃত্বে কর্মশালার আয়োজন করেছে রঙের গাড়ি।

কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, খ্যাতিমান শিল্পী বীরেন সোম, শিল্পী আব্দুল মান্নান ও কামাল উদ্দিন।

অনুষ্ঠানে শিল্পী মিন্টু দে বলেন, “এই কর্মশালার মূল উদ্দেশ্য আনন্দঘন পরিবেশে তরুণ শিল্পীদের উৎসাহিত করা। ইনডোর ও আউটডোরে জলরঙের চর্চা করা। কর্মশালায় অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ৩০ জন শিক্ষার্থী। এবারের কর্মশালা ঢাকার হাতিরঝিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কেরানীগঞ্জের মিকাইলে অনুষ্ঠিত হচ্ছে।”

মিন্টু দে আরও বলেন, “কর্মশালায় ভালো করা চার শিক্ষার্থী দার্জিলিংয়ে একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করবে।”

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!