• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

তিন মাসব্যাপী হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৬:২৫ পিএম
তিন মাসব্যাপী হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে ১৪ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে তিন মাস মেয়াদি “হ্যান্ড অন ফিল্ম মেকিং কোর্স।” জার্মান চলচ্চিত্র নির্মাতা ও প্রশিক্ষক ড্যানিয়েল কার্সেন্ট কর্মশালাটি পরিচালনা করবেন।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া সূত্রে জানা গেছে, ২৪ দিনব্যাপী এ কর্মশালা চলবে। প্রতিদিন ৫ ঘণ্টার সেশনে থাকছে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন তত্বীয় বিষয়ের পাশাপাশি হাতে-কলমের কলাকৌশল, দলীয় ও একক চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন অনুষঙ্গ। প্রতিদিনের হোমওয়ার্ক ও চলচ্চিত্র বিশ্লেষণের ওপর থাকছে বিশেষ নির্দেশনা। 

দ্বিতীয় অংশে থাকছে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসব, ফোরাম, প্রযোজনা ও বিপণন সংস্থার কর্তাব্যক্তিদের সাক্ষাৎকার। শেষ দিন থাকছে চলচ্চিত্র নির্মাণ, যেখানে উত্তীর্ণ শিক্ষার্থীরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবেন।

প্রশিক্ষক ড্যানিয়েল কার্সেন্ট বার্লিন টেলেন্ট এলুমনির একজন নির্মাতা। বিখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র বিদ্যানিকেতন রেইনডেন্স ফিল্ম ইনস্টিটিউটে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে বিবিসির সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী প্রশিক্ষণার্থীরা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/iafm.edu.bd/) থেকে কর্মশালাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

 

ইভেন্ট পেজ লিংক - https://www.facebook.com/events/2091541590988624/

প্রয়োজনে: ০১৭৩২৯৮৮০৭৯

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!