• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

কে ক্র্যাফটের ঈদ আয়োজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৭:৫৯ পিএম
কে ক্র্যাফটের ঈদ আয়োজন

এবারের ঈদ আয়োজনে “সমুদ্রের জীব ও বৈচিত্র্য” নিয়ে পোশাকের বিশেষ সিরিজ করেছে ফ্যাশন ব্যান্ড কে ক্রাফট।  সমুদ্রের বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীকুল- শামুক, ঝিনুক, স্টার ফিস, শ্যাওলা, কোরাল এবং সমুদ্রের ঢেউ, আকাশ ও পাহাড়কে নান্দনিক ভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে। এছাড়াও  থাকছে জামদানি, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে করা নানা কালেকশন।

পোশাক আয়োজনে আছে - শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস-পালাজো, টপস-সারারা, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের জন্য নানা আয়োজন তো থাকছেই। যুগল ও ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মত। ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে স্ক্রীন প্রিন্ট, এমব্রয়ডারি, ব­ক প্রিন্ট, টাই-ডাই ও হ্যান্ড ওয়ার্ক। স্বচ্ছন্দ্যতার জন্য ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়। যেমন - হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন, হাফ সিল্ক,জর্জেট ইত্যাদি। রঙের ক্ষেত্রে সাদা, অফ্ হোয়াইট, গ্রে, সিল্ভার, আকাশী, নীল, সী-গ্রীন, নেভী ব্ল, সী ব্ল, সী-এ্যাশ, পেইল সেন্ড, পেইল মিন্ট গ্রীন, কোরাল, গোল্ড, পেইল বিস্কিট  ইত্যাদি।

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!