• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বুড়িগঙ্গার দূষিত পানিতে চলছে কাপড় ধোয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৩:১৩ পিএম
বুড়িগঙ্গার দূষিত পানিতে চলছে  কাপড় ধোয়া

বুড়িগঙ্গার দূষিত পানিতেই চলছে বিয়েবাড়ির ডেকোরেটেরের কাপড় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। দুই বছরের করোনাকালীন বিধিনিষেধ কাটিয়ে এবারের বিয়ে মৌসুমে কমিউনিটি সেন্টারগুলো কাজ পাচ্ছে নিয়মিত। কমিউনিটি সেন্টারগুলো কাপড় পরিষ্কারের জন্য কামরাঙ্গীরচরের লোহারপুল অংশের বুড়িগঙ্গা নদীকেই বেছে নিচ্ছে।

burigonga
হাসান আলী ১ বছর ধরে সুগন্ধা কমিউনিটি সেন্টারে বেয়ারার কাজ করার পাশাপাশি কাপড় ধোয়ার কাজ করে থাকে ছুটির দিনে। কামরাঙ্গীরচর। ছবি : সাবরিনা মুন্নী 
নদীর পাশেই ময়লার স্তূপের মধ্যেই কাপড় শুকাতে দেওয়া হয়। কামরাঙ্গীরচর। ছবি : সাবরিনা মুন্নী 
রাস্তার ধূলি বাতাসেই কাপড় শুকিয়ে নেওয়া হচ্ছে। কামরাঙ্গীরচর। ছবি : সাবরিনা মুন্নী 
কানাই দাস ১২ বছর ধরে এ পেশায় কাজ করে যাচ্ছেন। কামরাঙ্গীরচর। ছবি- সাবরিনা মুন্নী 

 

Link copied!