বুড়িগঙ্গার দূষিত পানিতেই চলছে বিয়েবাড়ির ডেকোরেটেরের কাপড় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। দুই বছরের করোনাকালীন বিধিনিষেধ কাটিয়ে এবারের বিয়ে মৌসুমে কমিউনিটি সেন্টারগুলো কাজ পাচ্ছে নিয়মিত। কমিউনিটি সেন্টারগুলো কাপড় পরিষ্কারের জন্য কামরাঙ্গীরচরের লোহারপুল অংশের বুড়িগঙ্গা নদীকেই বেছে নিচ্ছে।