• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৫:৩৩ পিএম
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২৬ মার্চ) ঢাকায় রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ঐতিহ্যের ওপর ভিত্তিতে প্রোথিত বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন।

এছাড়া রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, মানবিক ও অন্যান্য ক্ষেত্রে জনগণের স্বার্থরক্ষা ও জরুরি উন্নয়নমূলক কর্মকাণ্ডে উভয় দেশের সরকার যৌথভাবে শক্ত ভূমিকা পালন করবে বলে মত দেন পুতিন।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!