হাইকোর্ট ও আপিল বিভাগের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন করে দিয়েছেন সদ্য নিয়ােগপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান।
কমিটিতে থাকা দুজন হলেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ও একজন ডেপুটি রেজিস্ট্রার।
সাইফুর রহমান বলেন, “সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতিবিষয়ক অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।”
এর আগে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, “দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স।”
এর কয়েক দিন পরই তিনি এমন পদক্ষেপ নিলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।
আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় হাসান ফয়েজ সিদ্দিকীর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী।