• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
ইসি গঠন

সার্চ কমিটিতে নাম দিয়েছে আওয়ামী লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০২:১০ পিএম
সার্চ কমিটিতে নাম দিয়েছে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ নামের তালিকা জমা দেন। 

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সার্চ কমিটির কাছে কাদের নাম দেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়। সভাপতিমণ্ডলীর প্রত্যেক সদস্য ওই সভায় পাঁচজনের নাম প্রস্তাব করেন। 

সভা সূত্রে জানা যায়, বেশির ভাগ নেতাই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পছন্দের তালিকায় রেখেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে। তিনি বর্তমানে বিশ্বব্যাংকে প্রকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম সুপারিশ করার শেষ দিন আজ। দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে আজকের পর আর নাম প্রস্তাব করা যাবে না।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!