উৎসবমুখর পরিবেশে ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন-২০২১’ এর ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ডিএসইসির ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংগঠনটির মোট ভোটার এক হাজার ১২৯ জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
এবারের নির্বাচনে সভাপতির পদের জন্য লড়ছেন আবুল কালাম আজাদ, মামুন ফরাজি ও মুক্তাদির অনিক। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোকেশ রায় ও আনজুমান আরা শিল্পী। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয়, জাওহার ইকবাল খান ও শামসুল আলম সেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন।