দেশে গত কয়েক দিনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ১৮ শতাংশ বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “এভাবে সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না। এ নিয়ে চিন্তিত সরকার।”
সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের পুরো সময়ও সংক্রমণ এত দ্রুতগতিতে বাড়েনি। মানুষ বেপরোয়াভাবে চললে এটা বাড়তে থাকবে।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ৭ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এখনো সরকারের হাতে ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। আর দেশে এক ডোজ, দুই ডোজ ও বুস্টার ডোজ মিলিয়ে এ পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দেওয়া হয়েছে।
সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ মানার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিধিনিষেধ না মানলে ওমিক্রনের সংক্রমণ আরও বাড়বে।”