• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে অভিযান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১২:১৫ পিএম
রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে অভিযান

রাজধানীতে রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়েছে।

অভিযান পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান। এতে আরো অংশ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, সোমবার রুট পারমিট ও ফিটনেসবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে পাঁচটি ফিটনেসবিহীন বাসসহ ১৩টি বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আবু নাসের আরো জানান, গতকাল পাঁচটি বাসের ফিটনেস না থাকায় ৫ মামলায় ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে এক বাস চালকের বিরুদ্ধে ৩ হাজার টাকা এবং আসন সংখ্যা পুনর্বিন্যাসসহ বিভিন্ন অপরাধে ৭টি বাসের বিরুদ্ধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

Link copied!