• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীর ৫ স্থানে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৬:০৪ পিএম
রাজধানীর ৫ স্থানে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি

রাজধানীর পাঁচ এলাকায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। রাজধানীর মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে গত দুইদিনেই ২ হাজার ৪০৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার তারিফ হাসান।

তারিফ হাসান জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পর্যন্ত আইসিডিডিআরবিতে ১ হাজার ১৭৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়। এর আগের দিন রাত পর্যন্ত ১ হাজার ২৩৩ জন রোগীকে ভর্তি করা হয়। 

আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির আখড়া, মোহাম্মদপুর, উত্তরা  ও গাজীপুরের টঙ্গী থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি আসছে। গত সপ্তাহে ৮ হাজার ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ২০১৮ সালের এপ্রিল মাসে এরকমই একটি প্রাদুর্ভাব ঘটেছিল, যা একেবারে মহামারির রূপ ধারণ করে। সেটি স্থায়ী হয়েছিল মে মাসের মাঝামাঝি পর্যন্ত।

হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম বলেন, “বছরে দুইবার ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে। শীত আর গরমের সময়ে। গরমে ওই জীবাণুটি অনুকূল পরিবেশ পায়। এই সময়ে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া গরমের সময় অনেকে অনিরাপদ পানি পান করেন। এতে ডায়রিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।”

গত কয়েকদিনে আইসিডিডিআরবিতে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন। এ অবস্থায় রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!