বিএনপির আলোচিত নেতা, দুইবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে রোববার দুপুর ১টা ৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন মেজর আখতারুজ্জামান। তাতে তিনি লেখেন, “দশ মিনিট আগে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমাকে টেলিফোন করে বলল, আমাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে বলে ‘বাংলাদেশ প্রতিদিনের’ শিরোনামে প্রকাশিত হয়েছে। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি। তাই পত্রপত্রিকা পড়ার সুযোগ হয় নেই। খবরটা শুনে প্রথমে হাসিই পেল এবং তারপরে ভেবে ভালোই লাগল যে, এখনও বিএনপিতে আমার গুরুত্ব ছিল! তারপরে খুব কষ্ট পেলাম। কষ্ট কেন পেলাম তা আর কারও সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না। যা-ই হোক দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সাথে তারেক রহমানের সফলতা কামনা করি। আমি অনেক দিন থেকেই জানি তারেক রহমানের সঙ্গে আমার রাশি বিপরীতমুখী। তিনি কখনোই আমার মতো করে ভাবেন না। তাই আমি পরাজিত হলে দারুণভাবে খুশি হব। কারণ, তাতে সম্ভবত তারেক রহমানেরই জয় হবে। আল্লাহ তারেক রহমানের বিজয় এনে দিক। আমি এখন আমার মতো করে ভাবতে, লিখতে এবং বলতে থাকি। বহিষ্কারে যারা খুশি হয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ।”
আখতারুজ্জামান রঞ্জন ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম এবং ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে বিভিন্ন সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।