• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৮:৫৬ এএম
মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন পাঁচজন।

বুধবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন সিদ্দিক (৬০), হেলাল (৫০), নাদের আলী (৫০), নুর নবী (৫১) ও ইউসুফ (৪৯)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. এস এম আইউব হোসেন বলেন, “রামপুরা থেকে আমাদের এখানে দগ্ধ ৫ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দগ্ধ সিদ্দিকের শরীরের ৫২ শতাংশ, হেলালের শরীরের ৮৫ শতাংশ, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, নূরনবীর শরীরের ৪২ শতাংশ ও ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা রাসেল বলেন, “মালিবাগ চৌধুরীপাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমাদের মালিকসহ পাঁচজন আহত হয়েছেন। সবার চিকিৎসা চলছে।”

Link copied!