• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

‘ভালোয় ভালোয় বিদায় নিতে চাইলে দুর্নীতি বন্ধ করুন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০১:৫৯ পিএম
‘ভালোয় ভালোয় বিদায় নিতে চাইলে দুর্নীতি বন্ধ করুন’

“ভালোয় ভালোয় যদি বিদায় নিতে চান, তাহলে দয়া করে দুর্নীতি বন্ধ করেন। তা না হলে আপনাদের পিঠের চামড়া থাকবে না।”

শুক্রবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “কথা খুব পরিষ্কার, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, মজনুসহ সমস্ত রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্ত করতে হবে। সে জন্য আমাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই।”

আন্দোলন সংগ্রাম করে সরকারকে পরাজিত করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, “ইস্পাত দৃঢ় ঐক্যের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রাম করে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে হবে। তাদের অবশ্যই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারতে ক্ষমতায় বসাতে হবে, এ ছাড়া তাদের কোনো উপায় নেই।”

মির্জা ফখরুল বলেন, “এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। তারা গায়ের জোরে বন্দুক দেখিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের বিরোধী নেতা-কর্মীদের কারাগারে রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আজকে আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটা মিথ্যাবাদী প্রতারক দল।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ আরও অনেকে।

Link copied!