• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ৭


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০২:১০ পিএম
বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ৭

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভে মিছিলে রাজধানীর সাভারে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ ও বিএনপির কর্মীসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা-পুলিশ।

বুধবার (২ মার্চ) বেলা ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের মডেল মসজিদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ও আটকদের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিএনপির নেতাকর্মীরা জানান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী, নিপুণ রায় চৌধুরী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু। কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসলেই পড়তে হয় পুলিশের বাধায়। এরপরেই শুরু  লাঠিচার্জ বলে দাবি করে বিএনপির নেতা-কর্মীরা।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, পুলিশের এক উপপরিদর্শকসহ দুই জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!